রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

ষাঁড় যখন প্রতিবাদের ভাষা!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৫ অপরাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

রাস্তায় ষাঁড়ের পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছেন। মাথায় খরগোশের মতো হেলমেট। ভারতের রাজধানী দিল্লির এমন দৃশ্য সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মূলত পেট্রলের দাম বাড়ায় প্রতিবাদ হিসেবে এই কাজটি করেন এক ভারতীয় যুবক। 

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) গণমাধ্যমের এক প্রতিবেদনে এটি জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, খরগোশের থিমযুক্ত হেলমেট পরে দিল্লির রাস্তায় ষাঁড়ের পিঠে চড়ে ঘুরে বেড়ানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ক্লিপটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বুল রাইডার নামে এক ব্যবহারকারী। ভিডিওতে দেখা গেছে, ওই লোকটি ষাঁড়ের গলায় বাঁধা দড়ির লাগাম নিজের হাতে ধরে রেখেছেন এবং প্রাণীটিকে হাঁটাতে নির্দেশ দিচ্ছেন। তখন দিল্লির রাস্তা বেশ ব্যস্ত ছিল বলেও দেখা গেছে।

ভাইরাল হওয়া ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, ‘পেট্রল মেহেঙ্গা হুয়া তো আব মেনে উসকো উসকি ভি আওকাত দিখা দে (যেহেতু পেট্রল দামী হয়ে গেছে, আমি এটির জায়গা দেখিয়ে দিলাম)’। মূলত ভারতে পেট্রলের দাম ক্রমাগত বেড়ে যাওয়াকে ইঙ্গিত করে এই বিশেষ ক্যাপশন ব্যবহার করা হয়।

গত মাসের শেষের দিকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়ে যায়। পোস্ট হওয়ার পর পরই ভাইরাল ভিডিও ক্লিপটি খুব সহজেই ১ লাখ ৯৩ হাজার লাইক পেয়েছে এবং ৩৮ লাখেরও বেশি বার দেখা হয়েছে।

কিছু ব্যবহারকারী এই ধরনের কর্মকাণ্ডের সমালোচনা করে এটিকে পশুর প্রতি নিষ্ঠুরতা বলে মন্তব্য করেছেন। অন্যরা বিস্ময় প্রকাশ করে বলেছেন, লোকটি কীভাবে আইন প্রয়োগকারী অর্থাৎ পুলিশের নজরে পড়লেন না।

একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘ষাঁড়গুলো আপনার বসার জন্য নয়। পশুদের অপব্যবহার করা বন্ধ করুন।’ অন্য এক ব্যবহারকারী এই কাজটিকে ‘বেকার ও মানবিকতাহীন’ হিসাবে আখ্যা দিয়েছেন। একইসঙ্গে সমস্ত প্রাণীকে সম্মান করার প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন তিনি। তৃতীয় একজন ব্যবহারকারী এই অনুভূতির প্রতিধ্বনি করে বলেছেন, ‘সকল প্রাণীকে সম্মান করুন’। আর চতুর্থ এক ব্যবহারকারী ঘটনাটিকে ‘জনসাধারণের উপদ্রব’ হিসাবে চিহ্নিত করেছেন।

বুল রাইডার নামে ওই ব্যবহারকারীর ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে ৫০ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে। তিনি প্রায়শই ব্যস্ত রাস্তায় ষাঁড়কে নিয়ে এভাবে ঘোরাঘুরি করেন বলেও তার পেইজে দেখা যায়। 

সূত্র: এনডিটিভি  

এইচআ/   আই.কে.জে

ভাইরাল দিল্লি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250